EIIN:135640
চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়

History

দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন "গ্রামকে শহরে রূপান্তরিত করা" এরূপ পরিকল্পনায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইএসডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা।  এই প্রকল্পের তত্ত্বাবধানে ২০১১ সালে খাগড়াছড়ি জেলায় দীঘিনালা সদর উপজেলা থেকে ২২ কিলোমিটার দক্ষিণে চাংড়াছড়ি নামক স্থানে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।  এই প্রতিষ্ঠানের  নামকরণ করা হয় যৌথভাবে।  একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন প্রকল্পের নাম,  অন্যদিকে এলাকার নামের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় "চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়" ( Chongrachari SESDP Model High School). এই শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হয় ২০১২ সালে জানুয়ারি মাসে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পি কে এম এনামুল করিম মহোদয়ের তত্ত্বাবধানে।  প্রতিষ্ঠানটি এমপিও অন্তর্ভুক্ত হয় ২০১৭ সালে।  এক বিংশ শতাব্দীর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জীবন আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে অভূতপূর্ব, অগ্রগামী, গতিশীল বিজ্ঞান ও প্রযুক্তিগত বৈচিত্রের জন্য।  দক্ষ শিক্ষিত,  কৌশলী এবং সম্ভাবনাময় ব্যক্তি দরকার এই গতিশীল ও বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর। তাই শিক্ষার্থীদের আধুনিক ও বিশ্বমানের মান-সম্মত শিক্ষার মাধ্যমে দেশের একজন দক্ষ, কৌশলী সু নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব যথাযথভাবে পালনের শপথ নিয়ে চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে।  এমনকি বর্তমান প্রধান শিক্ষকের পরামর্শ ভিত্তিক বিদ্যালয়টি পরিচালনায় একাডেমিক ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি বিদ্যালয়টির সফলতা কামনা করেন।  বিদ্যালয়টি শুরুর পর থেকে অদ্যবধী  দায়িত্ব পালনকারী প্রধানদের নামের তালিকা সর্ব জনাব (০১) মোহাম্মদ আনিসুর রহমান( ভারপ্রাপ্ত)  ১/ ১/ ২০১২ হতে ৩১/৩/২০১২ (০২) সোহেল চাকমা( ভারপ্রাপ্ত) ০১/০৪/২০১২ হতে ০৫/০৭/২০১৪  (০৩) মোঃ আব্দুল লতিফ ০৬/০৭/২০১৪ হতে বর্তমান।